রবিবার, ২৯ মে, ২০১৬ ০০:০০ টা

কাদের মোল্লার যুদ্ধাপরাধ ও ফাঁসি নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার যুদ্ধাপরাধ ও বিচার নিয়ে ‘আব্দুল কাদের মোল্লা : যুদ্ধাপরাধ, বিচার ও ফাঁসি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল দুপুরে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করেন কাদের মোল্লার মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী মোমেনা আক্তার। পারিজাত প্রকাশনী থেকে প্রকাশিত বইটির লেখক সৈয়দ জাহিদ হাসান ও সোনিয়া হক। বইটির পাঁচটি অধ্যায় রয়েছে। এর মূল্য ৮০০ টাকা। ইমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল আলম লেনিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির, ওয়ার ক্রাইম ফাইন্ডিংস ফ্যাক্টস কমিটির সভাপতি ড. এম এ হাসান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর