মঙ্গলবার, ৩১ মে, ২০১৬ ০০:০০ টা

দ্বিতীয় শ্রেণির স্কুল ছাত্রের ব্যাগে থাকা বোমার বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের খোলাডাঙ্গা এলাকায় মাওলানা শাহ আবদুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সকাল ১০টার অ্যাসেম্বলি চলছিল। তখন স্কুল পালানোর জন্য দ্বিতীয় শ্রেণির ছাত্র আকাশ (১০) তার বইখাতার ব্যাগটি জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরিত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকাশকে তাদের হেফাজতে নেয় ও বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করে। পরে যশোর কোতোয়ালি থানার এসআই সাহাবুল আলম জানান, আকাশ জানিয়েছে ৭/৮ দিন আগে সে ওই বোমাটি কুড়িয়ে পেয়ে ব্যাগে রেখেছিল। ব্যাগটি জানালা দিয়ে বাইরে ফেলার সময় বোমার কথা মনে ছিল না। স্কুলের প্রধান শিক্ষক মোছা. ফেরদৌসী জানান, শহরের রেলগেট কলাবাগান এলাকার হুমায়ুন কবিরের ছেলে আকাশ একই এলাকার আঞ্জুমান মফিদুর খালেদিয়া এতিমখানা থেকে এই স্কুলে পড়াশোনা করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর