রবিবার, ১২ জুন, ২০১৬ ০০:০০ টা

গ্রেফতার হচ্ছে নিরীহ মানুষ

পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, জঙ্গি দমন অভিযানের নামে সারা দেশে অনেক সাধারণ নিরীহ মানুষ গ্রেফতার হচ্ছে। এতে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। গতকাল এক বিবৃতিতে পীর চরমোনাই এ অভিযোগ করেন।

পীর চরমোনাই বিবৃতিতে আরও বলেন, দেশে অব্যাহত হত্যাকাণ্ড চলছে। এতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ বিভিন্ন পেশার নারী ও পুরুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কোনো হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার হয়নি। তারপরও খুনের দায় বিরোধীদের ওপর চাপিয়ে প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে। তিনি বলেন, কয়েকজন বিদেশি নাগরিকসহ ব্লগার হত্যা এবং ধর্মীয় নেতা ও সেবকদের হত্যাকাণ্ডে দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি হলেও এখন পর্যন্ত কোনো একটি হত্যাকাণ্ডেরও বিচার করতে পারেনি সরকার। তিনি বলেন, সম্প্রতি উচ্চ আদালতে ৫৪ ধারা বিষয়ক যে নির্দেশনা দেওয়া হয়েছে এই অভিযানে তাও উপেক্ষা করা হচ্ছে। এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আদালতের প্রতি অবমাননা ও ধৃষ্টতার শামিল।

সর্বশেষ খবর