শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা

ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রুটে নতুন ট্রেন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রুটে একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক থেকে দেড় মাসের মধ্যে এই ইন্টারসিটি ট্রেন চালু হবে বলে বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে। ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার মাধ্যমে হাওরবাসীর দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। হাওরবাসীরা বলছেন, এ ট্রেন সংযোজনের খবর তাদের ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এ রুটে নতুন ট্রেন চলাচলের ব্যবস্থা করার জন্য নেত্রকোনার সন্তান প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। জানা গেছে, গত বছর নভেম্বরে প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান নেত্রকোনা জেলা সফর করেন। এ সময় জেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে জেলা প্রশাসকের সভাপতিত্বে এক সভায় ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রুটে একটি নতুন ট্রেন সংযোজনের দাবি জানানো হয়। একান্ত সচিব বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এবং রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন। তার অনুরোধে রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন ঢাকা থেকে হাওর অঞ্চলের শেষ স্টেশন মোহনগঞ্জ পর্যন্ত রুট পরিদর্শন করেন। এরপর রেলপথ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রুটে নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন পরিচালনার প্রস্তাব পেশ করে। প্রধানমন্ত্রী এ প্রস্তাব অনুমোদন করেন। প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কোনো আবদারই অপূর্ণ রাখেন না।

সর্বশেষ খবর