শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা

প্রতি উপজেলায় টেকনিক্যাল স্কুল হচ্ছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ প্রসারিত করতে প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। প্রথম পর্যায়ে ১০০ উপজেলায় এ ধরনের টেকনিক্যাল স্কুল স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। দ্বিতীয় পর্যায়ে অবশিষ্ট ৩৮৯টি উপজেলায় টেকনিক্যাল স্কুল স্থাপনের লক্ষ্যে প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা জানান। শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইনও অনুষ্ঠানে বক্তব্য দেন। কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ১১৯টি সরকারি পলিটেকনিক ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস অংশ নেন।

সর্বশেষ খবর