বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা
স্বাস্থ্য প্রতিদিন
বিশ্ব হেপাটাইটিস দিবস আজ

নীরব ঘাতক হেপাটাইটিস বি ও সি

অধ্যাপক মোহাম্মদ আলী

নীরব ঘাতক হেপাটাইটিস বি ও সি

বিশ্ব হেপাটাইটিস দিবস আজ। অন্যান্য দেশের মত বাংলাদেশেও পালিত হচ্ছে এ দিনটি। এবারের বিশ্ব হেপাটাইটিস দিবসের প্রতিপাদ্য হচ্ছে : হেপাটাইটিস নির্মূল (ELIMINATION) : ২০৩০ সালের মধ্যে ভাইরাল হেপাটাইটিস নির্মূলের অঙ্গীকার। বাংলাদেশের লিভারজনিত রোগের প্রধান কারণ ভাইরাল হেপাটাইটিস (হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’)। যদিও সঠিক পরিসংখ্যান জানা যায়নি, তবুও বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা ৪-৫ ভাগ হেপাটাইটিস-বি এবং শতকরা ১ ভাগেরও কম হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত। আমাদের দেশের প্রায় শতকরা ৩.৫ ভাগ গর্ভবতী মা হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত। এই মায়েদের থেকে তাদের নবজাতকের শরীরে এই ভাইরাস সংক্রমণের ঝুঁকি অনেক বেশি। এদের প্রায় ৬০ ভাগ থেকে ৭০ ভাগ ক্ষেত্রেই তাদের শরীরে এই ভাইরাসের উপস্থিতি সম্পর্কে তাদের জানা নেই। ভাইরাস দুইটি নীরবে লিভারকে আক্রমণ করে এবং লিভার ইনফেকশন, লিভার সিরোসিস, লিভার ক্যান্সার ও লিভার ফেইলুরের মতো মারাত্মক রোগের সৃষ্টি করে। এসব ভাইরাস আক্রান্ত মানুষের আরেকটি মারাত্মক দিক হচ্ছে, দীর্ঘদিন ভাইরাস রোগে ভোগার সময় অজ্ঞতাবশত পরিবারের অন্য সদস্যদের এবং সমাজে এই রোগের যথেষ্ট বিস্তার ঘটিয়ে থাকে। তাই দিন দিন এই রোগের প্রবণতা বেড়েই চলেছে। সর্বোত্তম প্রতিরোধ ও চিকিৎসার মাধ্যমে লিভারজনিত রোগে বার্ষিক মৃত্যুর হার ৬৫% কমানো এবং ৮০%-এর বেশি চিকিৎসা প্রদান সম্ভব হবে। এটাই হচ্ছে এখন পর্যন্ত ভাইরাল হেপাটাইটিস সম্পর্কিত বিশ্বব্যাপী সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষিত অঙ্গীকার। আমাদের প্রধান সমস্যা হলো হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’। যাকে বিশ্বব্যাপী ‘নীরব ঘাতক’ (Silent killer) হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই দুই ভাইরাসজনিত লিভার রোগের কারণে বিশ্বে প্রতি বছর প্রায় ১.৪ মিলিয়ন মানুষ এবং প্রতিদিন প্রায় ৪ হাজার মানুষ মৃত্যুবরণ করেন। পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রথম ১০ কারণের মধ্যে অন্যতম হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। যা থেকে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হয়ে থাকে। লিভার ক্যান্সার হচ্ছে বিশ্বের দ্বিতীয় ক্যান্সারজনিত মৃত্যুর কারণ।

লেখক : মহাসচিব, ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ। মেইল : [email protected]

সর্বশেষ খবর