বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সাগর হত্যার ক্ষতিপূরণ আইএলও কনভেনশন অনুযায়ী দিতে হবে

--------- সৈয়দ আবুল মকসুদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, জোবেদা টেক্সটাইল মিলে শিশু সাগর বর্মণের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা অমানবিক ও মধ্যযুগীয়। তিনি শিশু সাগর হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার করে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সেই সঙ্গে আইএলও কনভেনশন অনুযায়ী সাগরের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। রানা প্লাজার ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে আইএলও কনভেনশন অনুসরণ করা হয়েছিল। তাই সাগরের পরিবারও যেন সে অনুযায়ী ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা সরকারকেই করতে হবে।  গতকাল বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জোবেদা টেক্সটাইল মিল পরিদর্শন এবং সাগর বর্মণের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সর্বশেষ খবর