বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা
খতিবদের উদ্দেশে মাসঊদ

ইসলামের প্রকৃত রূপ তুলে ধরুন

নিজস্ব প্রতিবেদক

ইসলামের প্রকৃত রূপ তুলে ধরার জন্য ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানিয়েছেন শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। গতকাল এক খোলা চিঠিতে এ আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ আরও বলেন, ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। ইসলামের প্রকৃত রূপ উগ্রতা নয়, সহিষ্ণুতা, শত্রুতা নয়, ভালোবাসা, হিংসা নয়, সহমর্মিতা, প্রতিশোধপরায়ণতা নয়, ক্ষমাশীলতা এবং বিদ্বেষ নয়, সহৃদয়তা। যারা এখনো উগ্রবাদীদের প্রচারণায় বিভ্রান্ত হয়নি তাদের রক্ষা করুন। বিভ্রান্তির শিকার তরুণদের সে পথ থেকে ফিরিয়ে আনুন। মাদ্রাসা, মসজিদ এবং আইম্মা ও উলামায়ে কেরাম যে জঙ্গি বা সন্ত্রাসী নয় তা স্পষ্ট করুন। সাধারণ মানুষের হৃদয়ে ইসলামের পরিভাষাগুলোকে যথার্থ মর্যাদায় অধিষ্ঠিত করুন।

তিনি আরও বলেন, সমাজ সচেতনতায় দেশকে এগিয়ে নিতে এবং ইসলামের মৌলিক সড়কে সাধারণ মানুষকে পরিচালনার ক্ষেত্রে একজন ইমাম ও খতিব হিসেবে আপনাদের ভূমিকা প্রশংসনীয়। বিদ্যমান এ সংকটময় সময়েও দেশের মানুষের দরদি অভিভাবক আপনারা। সমাজের সাধারণ মানুষ সব সংকটে আপনার মূল্যবান আলোচনার ওপর আস্থাশীল।

সর্বশেষ খবর