রবিবার, ৩১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

খুতবা নিয়ন্ত্রণ মেনে নেব না

---- আল্লামা কাসেমী

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী বলেছেন, ইসলামী ফাউন্ডেশন কর্তৃক জুমার খুতবায় হস্তক্ষেপ সারা দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে। ৯২ শতাংশ মুসলমানের দেশে জুমার খুতবা নিয়ন্ত্রণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এভাবে চলতে দেওয়া হলে এক সময় প্রকৃত ধর্ম পালন করা কঠিন হয়ে পড়বে। ধর্মের বিভিন্ন শাখায় পরিবর্তন পরিবর্ধন হয়ে জাতির সামনে ধর্মের একটি বিকৃতরূপ উপস্থাপিত হবে। হারিয়ে ফেলবে মুসলমানরা তাদের নিজস্ব স্বকিয়তা। সুতরাং এখনই সময় এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলার। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলেন তিনি। 

আল্লামা নূর হোসাইন কাসেমী আরও বলেন, বিতর্কিত শিক্ষা আইন ও শিক্ষানীতির কারণে মুসলমান জাতিকে একটি বিজাতীয় জাতিতে পরিণত করার গভীর ষড়যন্ত্র শুরু হয়ে ডালপালা বিস্তার করতে শুরু করেছে। সুতরাং এ বিতর্কিত শিক্ষানীতি ২০১০ ও এ নীতির আলোকে প্রণীত খসড়া শিক্ষা আইন ২০১৬ অবিলম্বে বাতিল করতে হবে। দেশের জনগণকে এ সমস্ত ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে। অন্যথায় ষড়যন্ত্রকারীরা নিজেদেরকে অপ্রতিরুদ্ধ মনে করে নতুন নতুন ষড়যন্ত্রের জাল বিস্তার করবে। দেশে যতবার সন্ত্রাসী হামলা হয়েছে, ততবার আলেম-উলামাগণ সর্বাগ্রে তার প্রতিবাদ করেছেন। কিন্তু সময়ে সময়ে আলেম-উলামা এবং ইসলামকে এ সমস্ত সন্ত্রাসের সঙ্গে একটি চিহ্নিত মহল জড়ানোর অপপ্রয়াস চালিয়েছে।

এ অপপ্রয়াস বন্ধ করে সন্ত্রাস বন্ধের জন্য জাতীয় শিক্ষানীতিতে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

সর্বশেষ খবর