মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সন্ত্রাস ও জঙ্গিবাদ বন্ধে ইসলামী শিক্ষা জরুরি

----------- ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সন্ত্রাস, জঙ্গি মসজিদ থেকে তৈরি হয় না। মসজিদে খুতবা নজরদারি করে সন্ত্রাস ও জঙ্গিবাদ বন্ধ করা যাবে না। এগুলো বন্ধের জন্য ইসলামী শিক্ষা জরুরি। শিক্ষানীতি ও পাঠ্যসূচিতে ইসলামী চিন্তা-চেতনা না রাখার কারণেই সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। গতকাল ইসলামী আন্দোলনের শাহবাগ থানা আয়োজিত ইসলামবিরোধী শিক্ষানীতি, শিক্ষাআইন বাতিল ও বিতর্কিত সেক্যুলার পাঠ্যসূচি বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শাহবাগ থানা সভাপতি মুহাম্মদ আবদুল ওহাব খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, আলহাজ আবদুর রহমান প্রমুখ। 

মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, শিক্ষার নিম্নস্তর থেকে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা হলে কেউ জঙ্গিবাদের প্ররোচনা দিয়ে ছাত্রছাত্রীদের মগজ ধোলাই করে বিপথগামী করতে পারবে না। তাই চলমান নাস্তিক্য ও হিন্দুত্ববাদী পাঠ্যসূচি পরিবর্তন ও প্রস্তাবিত শিক্ষাআইন বাতিল না করলে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।

সর্বশেষ খবর