শিরোনাম
বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বাবা রাফি ও ট্রান্সকম বেভারেজের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা গ্রুপের সহযোগী কাবাব চেইন শপ প্রতিষ্ঠান বাবা রাফি ও ট্রান্সকম বেভারেজের মধ্যে ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাজধানীর বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টারে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। বাবা রাফির পক্ষে বসুন্ধরা গ্রুপের ডিএমডি মুস্তাফিজুর রহমান ও ট্রান্সকম বেভারেজের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ডিএমডি খুরশীদ ইরফান চৌধুরী। চুক্তি অনুযায়ী বাবা রাফির সব বিক্রয় কেন্দ্রে ট্রান্সকম বেভারেজের পানীয় বিপণন করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন, বাবা রাফি দেশের শীর্ষ খাবার বিপণন প্রতিষ্ঠান হবে। এ চুক্তির ফলে গ্রাহক সর্বোচ্চ সেবা পাবেন। দুই প্রতিষ্ঠানই গ্রাহকদের প্রতি দায়বদ্ধ। দেশের ব্যবসায়িক কার্যক্রমে এ চুক্তি মাইলফলক হয়ে থাকবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (গণমাধ্যম) আবু তৈয়ব, অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগের প্রধান মির্জা মুজাহিদুল ইসলাম, এইচআর বিভাগের প্রধান দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যানের পিএস-২ ফয়জুর রহমান, ট্রান্সকম বেভারেজের ন্যাশনাল সেলস ম্যানেজার আনিসুর রহমান, মার্কেটিং ম্যানেজার আরিফুর রহমান, রামকৃষ্ণ ব্যানার্জি প্রমুখ। বাবা রাফি ইন্দোনেশিয়াভিত্তিক একটি আন্তর্জাতিক কাবাব চেইন শপ। যে প্রতিষ্ঠান বাংলাদেশে বসুন্ধরা গ্রুপ নিয়ে এসেছে। সারা দেশে এ চেইন শপ বসুন্ধরা গ্রুপ পরিচালনা করবে।

সর্বশেষ খবর