শিরোনাম
বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
পরকীয়ায় স্বামী হত্যা

স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদক

রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদফতরের তত্ত্বাবধায়ক (সুপারভাইজার) রাজ্জাক সরকারকে হত্যার দায়ে তার স্ত্রীসহ দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। গতকাল ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহফুজুর রহমান লিখন জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, নিহত রাজ্জাক সরকারের স্ত্রী ইয়াসমিন ফেরদৌস শিল্পী ও তার কথিত প্রেমিক সাইফুল। রায় ঘোষণার সময় আসমিরা পলাতক ছিলেন। তিনি আরও বলেন, রাজ্জাক এবং শিল্পীর চতুর্থ ও পঞ্চম শ্রেণি পড়ুয়া দুই মেয়েও ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে সাক্ষী দিয়েছে। রায়ের বিবরণে বলা হয়, ঘটনার রাতে আসামি সাইফুলকে আগারগাঁওয়ের বাসার খাটের তলায় লুকিয়ে রাখেন শিল্পী। দুই নাবালিকা কন্যার সামনে তাদের মা এবং তার প্রেমিক মিলে রাজ্জাককে হত্যা করেন। শিল্পী মুখে বালিশ চেপে ধরে রাজ্জাকের শ্বাসরোধ করেন এবং গোপনাঙ্গ থেঁতলে দেন। আর সাইফুল তার বুকের ওপর চেপে বসেন। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, রোমহর্ষক এ ঘটনায় আসামিদের প্রতি অনুকম্পা দেখানোর সুযোগ নেই। মামলার নথি সূত্রে জানা গেছে, শিল্পীর স্বামী আবদুর রাজ্জাক সরকার ২০০৬ সালে হত্যাকাণ্ডের সময় আবহাওয়া অধিদফতরের ওয়্যারলেস সুপারভাইজার ছিলেন। ওই বছর ১৩ ফেব্রুয়ারি তাদের আগারগাঁও নিউ কলোনির বাসায় শিল্পী ও সাইফুল তাকে হত্যা করে। পরে রাজ্জাকের ভাই সাইদুর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাদী হয়ে মামলা করে।

সর্বশেষ খবর