শিরোনাম
বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সরকার বিএনপি কেউই জঙ্গিবিরোধী ঐক্যে আন্তরিক নয় : জেএসডি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) স্টিয়ারিং কমিটির সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, সরকার কিংবা বিএনপি কোনো পক্ষই স্বাধীনতাবিরোধী, জঙ্গিবাদ-মৌলবাদের বিরুদ্ধে ঐক্য গড়তে আন্তরিক নয়। আমরা সরকারপ্রধানকে সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী ‘জাতীয় ঐক্য’ গড়ার লক্ষ্যে ‘জাতীয় কনভেনশন’ ডাকার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তিনি তা না করে জাতীয় ঐক্য হয়ে গেছে মর্মে ঘোষণা দিয়ে জাতীয় ঐক্যের প্রশ্নকে কার্যত উপেক্ষা করেছেন। অন্যদিকে বিএনপিও সত্যিকার অর্থে দলগতভাবে স্বাধীনতাবিরোধী মৌলবাদী গোষ্ঠীর সম্পর্কে তাদের বক্তব্য স্পষ্ট করেনি। ফলে সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্যের প্রশ্নে দুই জোটের কারও ওপরই নির্ভর করা যায় না। জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে গতকাল রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত এক সভায় এ প্রস্তাব গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সিনিয়র সহ-সভাপতি এম এ গোফরান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল করিম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, সহ-সভাপতি তানিয়া ফেরদৌসী ও এস এম আনছার উদ্দিন প্রমুখ।

সভায় স্বাধীনতাবিরোধীদের তাণ্ডব থেকে দেশ রক্ষার্থে সব অসাম্প্রদায়িক, প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার সামাজিক শক্তির সমন্বয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার সিদ্ধান্ত হয়।

সর্বশেষ খবর