শিরোনাম
বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
রাজউকের অভিযান

ধানমন্ডি ও গুলশানে ১৩ প্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধে ধানমন্ডি ও গুলশানে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজউক। এ সময় ধানমন্ডির ৬ ও গুলশানের ৭টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এদিকে বনশ্রীতে উচ্ছেদ কার্যক্রমে বাধা দিয়েছেন স্থানীয় হোটেল-রেস্টুরেন্ট মালিকরা। পরে তারা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া চার মাসের স্থগিতাদেশের কপি দেখান ভ্রাম্যমাণ আদালতকে। গতকাল ধানমন্ডির ৬ ও ৭-এর এ নম্বর সড়কে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। আর গুলশান-১-এর ৭, ১৪ ও ১০৬ নম্বর সড়কে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান। মো. নাসির উদ্দিন জানান, ‘উচ্ছেদ অভিযানে আমরা দোকানসহ ৬টি প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিয়েছি। এ ছাড়াও সাউথ ব্রিজ ও সানিডেল নামের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে অন্যত্র চলে যাওয়ার জন্য এক মাসের মুচলেকা নেওয়া হয়েছে।’ রাজউক সূত্র জানিয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে গুলশান-১-এর অভিযানে ৭টি অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়াও ১টি ভবনের কার পার্কিংয়ের জায়গা উদ্ধার করা হয়েছে। এদিকে বনশ্রীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেনের নেতৃত্বে রাজউক উচ্ছেদ অভিযান চালাতে গেলে তাতে বাধা দেন স্থানীয় হোটেল-রেস্টুরেন্ট মালিকরা। পরে তারা গত মঙ্গলবারের হাইকোর্টের রিট আবেদনের কপি দেখান ভ্রাম্যমাণ আদালতকে। এ বিষয়ে খন্দকার জাকির হোসেন বলেন, ‘আমরা উচ্ছেদ অভিযান চালাতে গিয়েছিলাম। পরে তারা হাইকোর্টে রিট করে চার মাসের স্থগিতাদেশের একটি কপি নিয়ে এসেছেন। তা দেখানোর পর সেখানে আর উচ্ছেদ কার্যক্রম চালানো হয়নি।’

সর্বশেষ খবর