শিরোনাম
বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

আজ ঢাকা ছাড়ছে প্রথম হজ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

আজ ঢাকা ছাড়ছে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট। সরকারি ব্যবস্থাপনায় (ব্যালটি) ৪১৯ হজযাত্রী নিয়ে সকাল ৮টা ৫ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১০১১ নম্বর ফ্লাইটটি তাদের পরিবহন করবে। হজ ফ্লাইট চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে ১৬ অক্টোবর পর্যন্ত চলবে। প্রথম ফ্লাইটের হজযাত্রীরা উত্তরার আশকোনায় হজ ক্যাম্পে অবস্থান করছেন। সেখানেই তাদের প্রাক-ফ্লাইট সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। হজ অফিসের তথ্যানুযায়ী, রাজকীয় সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি অনুসারে চলতি বছর ১ লাখ ১ হাজার ৭৫৮ বাংলাদেশি হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনার ৯১ হাজার ৭৫৮ জন। তবে কোটা অনুযায়ী, সরকারি হজযাত্রী পাওয়া যায়নি। সরকারি কোটায় হজ পালনের জন্য ৫ হাজার ২০০ জন নিবন্ধন করেছেন। সৌদি সরকারের অনুমোদনসাপেক্ষে সরকারি কোটার (৪ হাজার ৮০০) অপূর্ণ অংশ বেসরকারি কোটায় স্থানান্তর করার একটি প্রক্রিয়া চলমান আছে। এর মধ্যে ৫১ হাজার হজযাত্রীকে সৌদি আরবে নিয়ে যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১১২টি বিশেষ ফ্লাইট ও ৩২টি নির্ধারিত ফ্লাইট। ফিরতি যাত্রীদের জন্য থাকবে ১০৫টি বিশেষ ফ্লাইট ও ২৯টি নির্ধারিত ফ্লাইট। অন্যরা যাতায়াত করবেন সৌদিয়া এয়ারলাইনসে।

সর্বশেষ খবর