শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
জঙ্গি-সন্ত্রাসী হামলা

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এফবিসিসিআইর বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ বৈঠকে বসছেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন— এফবিসিসিআই এবং এর অধীন সারা দেশের বাণিজ্য সংগঠনগুলোর দুই শতাধিক নেতা। বৈঠকে সাম্প্রতিক সময়ে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি-সন্ত্রাসীদের ভয়ঙ্কর হামলা ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতারা নিজেদের করণীয় নির্ধারণ করবেন বলে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন ‘এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড অর্ডার অ্যান্টি স্মাগলিং’-এর চেয়ারম্যান আবুল কাসেম আহমেদ। তিনি আরও বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সম্মেলন, রোড সেফটি ও ট্রাফিক ম্যানেজমেন্ট বিষয়ে গঠিত এই কমিটি আজ মতিঝিলের ফেডারেশন ভবনের সম্মেলনকক্ষে বৈঠকে মিলিত হবে। এতে এফবিসিসিআইর সভাপতি আবদুল মাতলুব আহমাদও উপস্থিত থাকবেন।

সর্বশেষ খবর