শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

গ্যাসের মূল্য বৃদ্ধি হলে রাস্তায় নামতে বাধ্য হবে জনগণ

---------ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, সরকারের দুর্নীতি ও লুটপাটকে বৈধতা দিতেই আবাসিক গ্যাসের মূল্য দ্বিগুণ করার পাঁয়তারা চলছে। এ ধরনের গণবিরোধী সিদ্ধান্তে জনগণ রাস্তায় নেমে আসতে বাধ্য হবে। তারা বলেন, গ্যাস লাভজনক সেক্টর, গত অর্থবছরে এ খাত থেকে লভ্যাংশ বাবদ ৫ হাজার কোটি টাকা সরকারের কোষাগারে জমা হয়েছে। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে গতকাল রাজধানীর হাউস বিল্ডিং চত্বরে দলের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ-পূর্ব সমাবেশে এসব কথা বলা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মাওলানা ইমতিয়াজ আলম, অধ্যাপক এ টি এম হেমায়েত উদ্দিন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, আলহাজ আবদুর রহমান প্রমুখ।

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, গত বছরের সেপ্টেম্বরে গ্যাসের দাম বাড়ানোর পর ছয়-সাত মাস যেতে না যেতেই আবারও মূল্যবৃদ্ধির প্রস্তাব জনস্বার্থের চরম বিরোধী।

সর্বশেষ খবর