রবিবার, ১৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

মানহীন ওষুধ : চার প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে মোট ১৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ওষুধের যথাযথ মান নিয়ন্ত্রণ না করায় এবং কেমিস্ট ও ফার্মাসিস্ট ছাড়াই উৎপাদন করায় তাদের জরিমানা করা হয়। গতকাল যাত্রাবাড়ী এলাকায় র‌্যাব-১০ ও ওষুধ প্রশাসন অধিদফতরের এ যৌথ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। র‌্যাব-১০ জানায়, অভিযানে যাত্রাবাড়ীর পূর্ব কেরানীপাড়ার জে বক্স অ্যান্ড কোং লি. নামক ওষুধ কারখানাকে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও মান নিয়ন্ত্রণের সময় বেঁধে দেওয়া হয়েছে। একই অভিযোগে কোনাপাড়া কাঠেরপুল এলাকায় ইউনিক হোমিও ল্যাবরেটরিজকে ৩ লাখ, লাইফ কেয়ার ফার্মাসিউটিক্যালস ও নাস ফার্মাসিউটিক্যালসকে ৪ লাখ করে মোট ৮ লাখ টাকা জরিমানা করেছে আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর