রবিবার, ১৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ঢাকায় গাড়িচোর চক্রের ৭ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল গভীর রাত পর্যন্ত তিনটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— মিজান মিয়া, আজহারুল ইসলাম, ইসমাইল, মজনু মিয়া, আবদুর রশিদ, তরিকুল ও আবদুল হালিম। তাদের কাছ থেকে ছয়টি গাড়ি ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। র‌্যাব-২ এর উপ-পরিচালক মোহাম্মদ আলী জানান, গাড়ি চোর চক্রের সদস্যরা একটি মাইক্রোবাসে কেরানীগঞ্জ থেকে বেড়িবাঁধ হয়ে সাভারের হেমায়েতপুর যাচ্ছে বলে র‌্যাব জানতে পারে। পরে মাইক্রোবাসটি জব্দ করে র‌্যাব সদস্যরা তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। এ সময় মিজান, আজহারুল ও ইসমাইলকে গাড়ি থেকে গ্রেফতার করা হয়। র‌্যাব কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের গজনবী রোডে অভিযান চালিয়ে মজনু মিয়া ও আবদুর রশিদকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের র‌্যাব কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা জানায়, মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে আরও কয়েকটি চোরাই গাড়ি আছে। শুক্রবার দিবাগত রাতে সেখানে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার, একটি পিকআপ এবং একটি ছোট ট্রাকসহ তরিকুল ও হালিমকে গ্রেফতার করা হয়।

র‌্যাব কর্মকর্তা মোহাম্মদ আলী আরও জানান, গ্রেফতারকৃত চক্রটি দীর্ঘদিন ধরে গাড়ি চুরি করে সেগুলো বিক্রি ছাড়াও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধে ব?্যবহার করে আসছিল। তারা ভাড়া নেওয়ার কথা বলেও গাড়ি ছিনতাই করত। এসব গাড়ি মফস্বলের বিভিন্ন এলাকায় বিক্রি করা হয়। আবার কখনো এরা মালিকদের ফোন করে গাড়ি ফেরত দেওয়ার কথা বলে ২ থেকে ৩ লাখ টাকা দাবি করত। অনেক সময় টাকা বুঝে পেলেও গাড়ি না দিয়ে প্রতারণা করত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর