বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
সিরিজ বোমা হামলার ১১ বছর

শেষ হয়নি বিচার কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১১ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি বিচার কার্যক্রম। ২০০৫ সালের ১৭ আগস্টের ঘটনায় বিভিন্ন থানায় ১৬১টি মামলা হয়। এর মধ্যে ১০২টি মামলার বিচার শেষ হয়েছে। বিচারাধীন আছে ৫৯টি। জানা যায়, অন্যান্য জঙ্গি সংগঠনের মতো ওই দিনের হামলাকারী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ—জেএমবির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে সরকার। এর পরও তারা তাদের কার্যক্রম গুটিয়ে নেয়নি, বরং দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। আগে তাদের দলে ছিল তুলনামূলক অভাবী ও গুটিকয় মাদ্রাসাছাত্র। ২০০৫ সালের ১৭ আগস্ট পরিকল্পিতভাবে একযোগে হামলা চালিয়ে প্রকাশ্যে আসে। এরপর দেশজুড়ে শুরু হয় একের পর এক জঙ্গি বোমা হামলা। এসব হামলায় বিচারক, আইনজীবী, পুলিশ, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ ৩৩ জন নিহত হন। আহত হন ৪ শতাধিক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর