শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সিলেটে তিন যুগ পর দুই কোটি টাকার ভূমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রায় তিন যুগ পর বেদখল হওয়া দুই কোটি টাকার ভূমি উদ্ধার করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ। গতকাল দুপুরে নগরীর দাঁড়িয়াপাড়ায় এ ভূমি উদ্ধার করা হয়। সিসিকের প্রকৌশল শাখা জানায়, দাঁড়িয়াপাড়া পয়েন্টের রাস্তাঘেঁষা মেঘনা বি/৩৭ নম্বর বাসার ৮ শতক জায়গায় এক সময় সিলেট পৌরসভার মালিকানাধীন একটি পুকুর ছিল। প্রায় তিন যুগ আগে ওই পুকুরটি ভরাট করে জমির শ্রেণি পরিবর্তন করে দখলে নেয় স্থানীয় হায়দর বখত চৌধুরীসহ কয়েকজন। জায়গাটি উদ্ধারের জন্য ২০০৭ সালে করপোরেশনের তৎকালীন ভারপ্রাপ্ত মেয়র আযম খান সহকারী জজ আদালতে মামলা করেন। মামলায় বিবাদী করা হয় হায়দর বখত চৌধুরীসহ ৯ জনকে। আদালত চলতি বছরের ২২ মে সিটি করপোরেশনের অনুকূলে রায় ঘোষণা ও ২৯ মে ডিক্রি জারি করে। এর পরিপ্রেক্ষিতে গতকাল অভিযান চালিয়ে সিটি করপোরেশন ভূমি উদ্ধার করে। এ ব্যাপারে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ‘আইনি প্রক্রিয়া অনুসরণ করে আমরা জমির দখল পেয়েছি। ভবিষ্যতে এই জমিটি মহানগরীর উন্নয়নের সঙ্গে সঙ্গতি রেখে ব্যবহার করা হবে।’

সর্বশেষ খবর