শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

আফসানা হত্যায় অভিযোগের তীর ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

মিরপুরে সাইক পলিটেকনিক ইনস্টিটিউটের স্থাপত্যবিদ্যার শেষবর্ষের ছাত্রী আফসানা ফেরদৌস (২৪) হত্যাকাণ্ডের রহস্য পাঁচদিনেও উদঘাটন করতে পারেনি পুলিশ। তবে নিহতের পরিবার বলছে, তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রবিন এ হত্যায় সম্পৃক্ত। বিষয়টি তদন্তের জন্য তারা আল-হেলাল স্পেশালাইজড হাসপাতালের সিসি টিভি ফুটেজ যাচাই করে দেখছে। একই সঙ্গে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা যাবে বলে আশা করছে। পুলিশ জানিয়েছে, হাসপাতাল এলাকার সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়েছে। এ ফুটেজের সূত্র ধরে অচিরেই সেই দুই যুবককে শনাক্ত করা যাবে। আর যে অপরিচিত মোবাইল নম্বর থেকে আফসানার স্বজনদের কাছে যোগাযোগ করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আফসানার পরিবারের অভিযোগ, তাদের কাছে নানারকম ফোন আসছে সমঝোতা করে নেওয়ার জন্য। এ ঘটনায় তেজগাঁও কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রবিন সম্পৃক্ত।  রবিনের মাও এরই মধ্যে ফোন করে তাদের সঙ্গে কথা বলার জন্য বাসায় আসতে বলেছেন। উল্লেখ্য, গত শনিবার বিকালে দুজন যুবক সিএনজিতে করে আফসানাকে আল-হেলাল হাসপাতালের জরুরি বিভাগের সামনে স্ট্রেচার রেখে পালিয়ে যায়। ঘটনাস্থলে আনার আগেই আফসানার মৃত্যু হয়েছে নিশ্চিত হয়ে সেখানকার চিকিৎসকরা কাফরুল থানায় খবর দেন। পরে কাফরুল থানার এসআই ফজলুল হক লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান। 

এ বিষয়ে মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) কাজী মাহবুবুল আলম বলেন, আমরা এখনো কাউকে শনাক্ত করতে পারিনি। সিসি টিভি দেখে তদন্ত করা হচ্ছে। আর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর।

সর্বশেষ খবর