শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

চবির তিন ছাত্রী হল থেকে বিপুল জিহাদি বই উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনটি ছাত্রী হলে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ জিহাদি ও জামায়াত-শিবিরের লেখা বই উদ্ধার করেছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় পুলিশ এ তল্লাশি অভিযান চালায়। পুলিশ জানিয়েছে, জিহাদি বই ছাড়াও হল থেকে দুটি মোবাইল ফোন সেট ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে। এ ছাড়া জঙ্গিসংশ্লিষ্টতা রয়েছে সন্দেহে তিন হলের ১০-১৫ জন ছাত্রীকে নজরদারিতে রাখা হয়েছে। খালেদা জিয়া হল, প্রীতিলতা হল ও শামসুননাহার হলে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর, সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদসহ দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ দৌলা। জানা গেছে, গত বৃহস্পতিবার চবির ইসলামিক স্টাডিজ ও অ্যারাবিক বিভাগের লাইব্রেরিতে কিছু জিহাদি বই পাওয়া যায়। তারও আগে ৯ জুলাই প্রীতিলতা হলের কমনরুম ও নামাজরুম থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। এর সূত্র ধরেই এ তল্লাশি অভিযান চালানো হয়। প্রক্টর আলী আজগর জানান, পুলিশ প্রশাসন তাদের গোপন সংবাদের ভিত্তিতে তিন ছাত্রী হলে অভিযান চালিয়েছে। অভিযানে বেশ কিছু জিহাদি বই ও জামায়াতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদিসহ বিভিন্ন লেখকের লেখা নন-একাডেমিক বই উদ্ধার করা হয়েছে। আরও কিছু আলামত জব্দ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর