শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

গাজীপুর সিটির বরখাস্ত মেয়র মান্নানের মুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানের কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। সর্বশেষ মামলায়ও তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। দুর্নীতির একটি মামলা থেকে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে তিনি তিন মাসের জামিন পান। আদালতে জামিনের আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, তাকে সহযোগিতা করেন আইনজীবী মাসুদ রানা। অন্যদিকে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। মাসুদ রানা বাংলাদেশ প্রতিদিনকে জানান, সিটি করপোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলে ১ কোটি ৩ লাখ ৮ হাজার ১৩২ টাকা আয় এবং ৯০ লাখ ৪৭ হাজার ৮৪৬ টাকা ব্যয়ে দুর্নীতির অভিযোগে গত ১৩ জুন দুদক জয়দেবপুর থানায় এই মামলা করে। পরে ১৯ জুন তাকে গ্রেফতার দেখানো হয়। এই মামলায় জামিন পাওয়ার মধ্য দিয়ে তিনি মোট ২৯টি মামলায় জামিন পেলেন। তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর