রবিবার, ২১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

নাজমুল হুদার কর্মচারীকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক

সাবেক মন্ত্রী ও তৃণমূল বিএনপি প্রধান ব্যারিস্টার নাজমুল হুদার ব্যক্তিগত কর্মচারী মো. আমিনুল ইসলামের (৪৪) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ১০ টায় দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদি বাবুরায়পাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি রাজধানীর কদমতলীর মুরাদপুরে ভাড়া বাসায় থাকতেন। বাড়ি বরিশালের মুলাদি থানার গোলাই ভাঙ্গা গ্রামে। লাশ উদ্ধার শেষে বিকালে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ জানায়, সকালে বাবুরায়পাড়ায় রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তি লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। পরে মৃতের পকেটে থাকা মোবাইল ফোনের কললিস্ট দেখে তার স্বজনদের বিষয়টি জানানো হয়। নিহতের স্বজনরা জানান, আমিনুল ব্যারিস্টার নাজমুল হুদার ব্যক্তিগত কার্যালয়ের হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন। শুক্রবার সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হলে পরে আর ফেরেননি। পরদিন সকালে পুলিশ তাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন তারা। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বেশ কিছু তথ্য-উপাত্ত পেয়েছি। তার সূত্র ধরে বের করতে পারব আসলে কী কারণে তাকে হত্যা করা হয়েছে। 

সর্বশেষ খবর