রবিবার, ২১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
জঙ্গিবাদের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

রাষ্ট্রের প্রয়োজনে নিরপেক্ষতা নয়

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিককে নিঃসন্দেহে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। তবে রাষ্ট্রের প্রয়োজনে শুধু রাষ্ট্রের পক্ষেই কাজ করতে হবে। সেখানে নিরপেক্ষতার কোনো স্থান নেই। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক মানববন্ধনে সাংবাদিক নেতারা এসব কথা বলেন। তারা বলেন, সন্ত্রাসবাদ দমনে মুক্তিযুদ্ধ ও বাঙালির নিজস্ব সংস্কৃতিকে ধারণ করতে হবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও জাতীয় প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে। একই সঙ্গে দেশের সব প্রেসক্লাবে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।

জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য দেন ইংরেজি দৈনিক নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বিএফইউজের সভাপতি মন্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ সাবেক ও বর্তমান নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের অবশ্যই নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। তবে লড়াই যদি হয় রাষ্ট্রের বিরুদ্ধে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তাহলে সেখানে নিরপেক্ষতার স্থান নেই। রাষ্ট্রের পক্ষেই সাংবাদিকদের যুদ্ধে নামতে হবে। সাংবাদিকদের মনে রাখতে হবে, জননী ও জন্মভূমির চেয়ে বড় কোনো কিছু নেই। বক্তারা বলেন, জাতি ও রাষ্ট্রকে ধর্মের নামে এক মহাসংকটে ঠেলে দেওয়া হয়েছে। যারা ইসলামের নামে সহিংসতা করছে, তারা ইসলামকে অপমান করছে। এ দেশের ধর্মনিরপেক্ষ, শান্তিপ্রিয় মানুষ ধর্মের নামে অধর্মের ব্যবহারকারীদের চক্রান্ত মেনে নেবে না। সন্ত্রাসবাদ দমন জাতির আকাঙ্ক্ষা। দেশে চলমান সন্ত্রাসবাদ নামক সংকট প্রতিরোধে পুরো দেশ ঐক্যবদ্ধ। সেখানে রাজনীতির কোনো স্থান নেই।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল নগরীর আলুপট্টিতে মানববন্ধন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। ইউনিয়নের সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, বিএফইউজে সদস্য আনিসুজ্জামান, সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, সাবেক সাধারণ সম্পাদক শিবলী নোমান, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুল হাসান লিটন প্রমুখ।

সর্বশেষ খবর