শিরোনাম
বুধবার, ২৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ নিয়ে রুলের নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক

বাড়িওয়ালাদের মাধ্যমে ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ সংক্রান্ত ‘ঢাকা মহানগর পুলিশ (নিয়ন্ত্রণ ও নির্দেশনা) বিধিমালা-২০০৬’ এর সংশ্লিষ্ট ধারার বৈধতা নিয়ে জারি করা রুল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছে হাইকোর্ট। গতকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং আশীষ রঞ্জন দাসের বেঞ্চ এ রায় দেয়। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, বর্তমানে বিভিন্ন বাসায় ভাড়া নিয়ে জঙ্গি কার্যক্রম পরিচালিত হয়, এ জন্য তথ্য সংগ্রহের বিষয়টি  যৌক্তিক বলে মনে করে আদালত।

এ রায়ের ফলে তথ্য নেওয়ার ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধিমালার সংশ্লিষ্ট ধারাও বৈধ থাকল বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার  হোসেন সাজু। তিনি বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা যা বলেছি আদালত তার সঙ্গে একমত হয়েছে। আদালত বলেছে, পুলিশ তথ্য সংগ্রহ করতে পারবে। তবে নাগরিকরা  গোপনীয়তার স্বার্থে কোনো কলাম পূরণ করতে না চাইলে তাকে  জোর করা যাবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর