শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

পুলিশ টেইলার্স কর্মী ওবায়দুলকে খুঁজছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে ছুরিকাঘাত করায় ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সস্থ বৈশাখী টেইলার্সের কাটিং মাস্টার ওবায়দুল খানকে খুঁজছে পুলিশ। এ ব্যাপারে বুধবার রাতে ছাত্রীর মা তানিয়া হোসেন ওবায়দুলের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা করেন। আহত রিশা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। রিশার পরিবারের অভিযোগ, কাটিং মাস্টার ওবায়দুল প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর থেকেই সে পলাতক। তবে পুলিশ বলছে, ওবায়দুলের ঠিকানা সংগ্রহ করা হয়েছে। তাকে ধরতে অভিযান চলছে। মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার এসআই মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় বৈশাখী টেইলার্সের এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরে ওই টেইলার্সে গিয়ে মালিকসহ চারজনকে আটক করা হয়েছিল। পরে আহত ছাত্রীর মাকে এনে তাদের দেখানো হয়। ছাত্রীর মা জানান, যে ব্যক্তি তার মেয়েকে বিরক্ত করত তাকে তিনি চেনেন। এদের মধ্যে কেউ না। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এখন আসামি ওবায়দুলকে গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য, বুধবার দুপুরে কাকরাইল ফুটওভার ব্রিজের ওপর স্কুলছাত্রী রিশাকে ছুরিকাহত করা হয়।

সর্বশেষ খবর