রবিবার, ২৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

গুম প্রতিরোধে বিশেষ আইন করতে হবে

---------- শাহদীন মালিক

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিমকোর্টের আইনজীবী শাহদীন মালিক বলেছেন, গুম প্রতিরোধে বিশেষ আইন তৈরি করতে হবে। সরকার ও রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে— যারা বেআইনি কাজ করছে, আইনশৃঙ্খলা বাহিনী আইন মেনে তার প্রতিরোধ করবে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস- ২০১৬’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শাহদীন মালিক আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী যখন বেআইনিভাবে অপরাধীদের মতোই অপরাধ করে অপরাধ দমন করার চেষ্টা করে— তখন সমাজে অপরাধ কমে না। এতে সমাজে অপরাধ বাড়ে।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যার বিচার রুখতে ইমডেমনিটি অধ্যাদেশের পর ২০০৩ সালে তথাকথিত যৌথবাহিনীর অভিযানের দায়মুক্তি দিতে দায়মুক্তি আইন পাস করা হয়। এ রকম দায়মুক্তি দিতে আমার জানামতে বিশ্বে গত ৫০ বছরে কোনো সংসদই আইন পাস করেনি। আইনশৃঙ্খলা বাহিনীর আইনবহির্ভূত কাজের ওই যে শুরু, তারপর আমরা সবাই জানি— র?্যাব আসল, ২১ আগস্ট হামলা হলো, তার কোনো বিচার হলো না। সেখান থেকে শুরু হয়ে আজ পর্যন্ত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেই যাচ্ছে। গুম তারই একটি দিক। অর্থাৎ আমাদের দেশে আইনশৃঙ্খলা বাহিনী ২০০৩ সালে সংসদে পাস করা আইনকে ভিত্তি ধরে আইনের বাইরে চলে গেছে। এভাবে দুনিয়ার কোনো দেশে কখনো ভালো হয়নি।’ এতে আরও বক্তব্য দেন কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, মৌলিক অধিকার সুরক্ষা কমিটির সদস্য নূর খান লিটন, সুপ্রিমকোর্টের আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর