রবিবার, ২৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

মীর কাসেমের রিভিউ শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর রিভিউ আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হবে আজ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ শুনানি গ্রহণ করবেন। রিভিউ আবেদনটি আপিল বিভাগের আজকের কার্যতালিকায় ১০ নম্বর ক্রমিকে রয়েছে। গতকাল এই কার্যতালিকা প্রকাশিত হয়। এর আগে ২৪ আগস্ট আপিল বিভাগে এই শুনানি শুরু হয়। ওইদিনের শুনানি গ্রহণ শেষে শুনানি আজ পর্যন্ত মুলতবি করা হয়। মীর কাসেমের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে থাকবেন।

১৯ জুন মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা চেয়ে আপিল বিভাগে রিভিউ আবেদন করেন মীর কাসেম। রিভিউ আবেদনে মীর কাসেমের খালাস চাওয়া হয়। গত ৮ মার্চ মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। ২০১৪ সালের ২ নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে তিনি আপিল করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর