মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

দুদকের মামলায় ব্যবসায়ী ঠিকাদার ও দুই সরকারি কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যবসায়ী, এক ঠিকাদার এবং দুই সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন—দুদক। গতকাল দিনভর দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে ক্র্যাফট লিমিটেড গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ রফিক চৌধুরীকে ৪ কোটি ২০ লাখ ৫০ হাজার ১৮৯ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করা হয়। একই মামলায় ঠিকাদার মো. রফিকুল ইসলাম খন্দকারকেও দুদক কর্মকর্তারা গ্রেফতার করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য। এ ছাড়া কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার খাদ্য গুদাম কর্মকর্তা কাজী হাসিবুল হাসানকে ১ হাজার ১৮৩ বস্তা খাদ্যশস্য কালোবাজারে বিক্রি করে ২০ লাখ ২২ হাজার ৬৩৪ টাকা আত্মসাতের অভিযোগে গতকাল গ্রেফতার করা হয়। একই মামলায় অন্য খাদ্য গুদাম কর্মকর্তা মো. আবদুল জলিলকে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করেছে দুদক।

সর্বশেষ খবর