বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

রাজধানীতে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক অভিযানে ১০ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে এপিবিএন-৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযানটি পরিচালনা করে। এপিবিএন-৫ এর অপস অফিসার এসি সাইদুর রহমান জানান, ধানমন্ডির গ্রিন রোডে ভোজন বিলাস রেস্টুরেন্টে নোংরা পরিবেশ এবং ভেজাল খাদ্য পরিবেশন করায় ব্যবস্থাপক বেলালকে ৩০ হাজার টাকা, বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার অবৈধ প্রক্রিয়ার খাবার পণ্য উৎপাদন করায় ব্যবস্থাপক আরাফাতকে ২০ হাজার টাকা, ক্যাফে হাজী রেস্তোরাঁ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করায় ব্যবস্থাপক বেলালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।, আনন্দ রেস্টুরেন্ট ও মিনি চাইনিজ খাবারের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় ব্যবস্থাপক ইসমাইল হোসেনকে ১০ হাজার টাকা, খাজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পণ্যের মোড়কের গায়ে মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লিপিবদ্ধ না থাকায় ব্যবস্থাপক জামানকে ১০ হাজার টাকা, গ্রিন অলিভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপক মাহবুবকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপক সবুজকে ৫ হাজার টাকা এবং ধানমন্ডির মিরপুর রোডে সায়হাম সুইটস অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করায় এর ব্যবস্থাপক আলী নূরকে ২০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ ও মামুন সরদার।

এ ছাড়া তেজগাঁও মনিপুরীপাড়ায় ‘আহমেদ বিরিয়ানি হাউস’ একই ফ্রিজে কাঁচা মাংস ও রান্না করা মাংস রাখা এবং ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে খাবার বিক্রি করায় ব্যবস্থাপক মিলি গায়েনকে ১৭ হাজার টাকা এবং মোহাম্মদপুর আসাদ এভিনিউয়ে ব্রকলি গার্ডেন রেস্টুরেন্টের ব্যবস্থাপক সুকুমার বড়ুয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বর মণ্ডল।

সর্বশেষ খবর