বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দেশ : রব

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ভূ-রাজনীতিতে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি হতে হবে জাতীয় ঐক্যভিত্তিক এবং শাসনব্যবস্থা হতে হবে অংশীদারিত্বমূলক। বিশ্ব রাজনীতি মোকাবিলায় জাতিকে আরও দক্ষ, দূরদর্শী হতে হবে। গতকাল রাজধানীর একটি রেস্টুরেন্টে দলের ঢাকা মহানগর উত্তরের প্রতিনিধি সভায় এ কথা বলেন তিনি। জেএসডি সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দলের সহ-সভাপতি তানিয়া রব, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কেন্দ্রীয় নেতা পীর শেখ জিয়া উদ্দিন, ম. কামাল উদ্দিন, এস এম সামছুল আলম নিক্সন, কাজী আবদুস সাত্তার, মোস্তফা কামাল, ইউসুফ সিরাজ খান মিন্টু প্রমুখ। আ স ম আবদুর রব আরও বলেন, রাষ্ট্র প্রক্রিয়ায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার না থাকলে সে উন্নয়ন মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করতে পারবে না। বহু সভ্যতা, বহু রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে আদর্শিক রাজনীতির অভাবে। যে সমাজে অসাম্য বাড়বে-সে সমাজে সহিংসতা-অবক্ষয় বৃদ্ধি পাবে। সুতরাং আদর্শিক রাষ্ট্র নির্মাণে উদ্যোগ নিতে হবে, মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্র নির্মাণের উদ্যোগ নিতে হবে। তিনি বলেন,  এ লক্ষ্যে জেএসডি ১০ দফা কর্মসূচি উপস্থাপন করেছে। যা জাতির অভ্যন্তরীণ সংকট মোকাবিলা করে একুশ শতকের চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম হবে।

সর্বশেষ খবর