মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

চার নাইজেরিয়ান প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে চার নাইজেরিয়ান নাগরিককে গ্রেফতার করেছে র‌্যাব-১। মোবাইলে লটারির প্রলোভন দেখিয়ে এসএমএসের মাধ্যমে তারা দীর্ঘদিন প্রতারণা করে আসছিল। রবিবার রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন সেট, সিম ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো—ইব্রাহিম, কালেচি প্রিন্স জন, কিম সামুয়েল আজুবাইকি ও ডেনিস ওকুওরি। গতকাল র‌্যাব-১ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার রাতে নাইজেরিয়ান নাগরিক ইব্রাহিমকে দুটি মোবাইল, একটি ল্যাপটপ একটি মডেমসহ বিকাশের দোকানে টাকা উঠানোর সময় হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরার ৬ নম্বর সেক্টরের লন্ডন গেস্ট হাউস থেকে অন্যদের গ্রেফতার করা হয়। এ সময় ১২টি মোবাইল ফোন, ২২টি বিদেশি সিমকার্ড, চারটি ক্রেডিট কার্ড, একটি ডেবিট কার্ড, দুটি ল্যাপটপ, চারটি মডেম ও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করা হয়। উত্তরার ১৪ নম্বর সেক্টরের শরীয়তপুর ডিপার্টমেন্টাল সেন্টারের বিকাশ এজেন্ট থেকে গত ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত তারা মোট ১১ লাখ দুই হাজার ৩৮০ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায় র‌্যাব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর