বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

পুলিশ সদর দফতরের প্রতিবাদ

বিভিন্ন জাতীয় দৈনিকে কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের (সিএইচআরআই) জরিপকে উদ্ধৃত করে ‘কর্মক্ষেত্রে ১০ শতাংশ নারী কনস্টেবল যৌন হয়রানির শিকার’ শিরোনামে প্রকাশিত রিপোর্টের প্রতিবাদ জানিয়েছে পুলিশ সদর দফতর। গতকাল পাঠানো এক প্রতিবাদে বলা হয়, জরিপে কর্মক্ষেত্রে নারী পুলিশ যৌন হয়রানির শিকার বলে যে ফলাফল প্রকাশ হয়েছে, তা অসত্য ও ভিত্তিহীন। বাংলাদেশ পুলিশে কোনো নারী পুলিশ সদস্য কর্মস্থলে যৌন হয়রানির শিকার হয়েছেন এমন নজির নেই। বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের নিয়ে এ ধরনের মনগড়া ও বিভ্রান্তিকর গবেষণা প্রতিবেদন প্রকাশ অনভিপ্রেত ও দুঃখজনক।

সর্বশেষ খবর