শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
ফুলবাড়িয়ায় শিক্ষকের মৃত্যু

তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে শিক্ষকের মৃত্যুর ঘটনায় তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই ঘটনায় এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পরই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এরআগে তিনি ফায়ার সার্ভিসের বিভিন্ন প্রশিক্ষণ ও আন্তঃবিভাগীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।

রোহিঙ্গা শরণার্থী সম্পর্কে আসাদুজ্জামান খান বলেন, মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হলে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। এ বিষয়ে বিজিবি এবং কোস্টগার্ড সক্রিয় আছে। আর যারা বাংলাদেশে ঢুকে অবস্থান করছেন তাদের মানবিক সাহায্যে যা প্রয়োজন আমরা সেটি করছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্যোগ মুহূর্তে সঠিক ও দ্রুত উদ্ধার এবং সার্বিক ব্যবস্থাপনায় ৬২ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে ৩২ হাজার নিয়োগ করা হয়েছে। আরবান কমিউনিটি ভোলান্টিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় প্রকল্প আকারে এ কাজ হাতে নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর