রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

অবাস্তবায়িত পার্বত্য চুক্তি মানবাধিকার লঙ্ঘনের সমান

----------- সন্তু লারমা

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতি সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা অভিযোগ করে বলেছেন, সরকারের অবাস্তবায়িত পার্বত্য চুক্তি মানবাধিকার লঙ্ঘনের সমান। এ চুক্তি ১৯ বছরেও বাস্তবায়নের মুখ দেখেনি। গতকাল সকালে জাতীয় মানবধিকার দিবস উপলক্ষে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, সরকারের মুখে শুধু আশ্বাসের বাণীই শুনছে পাহাড়ের মানুষ। কিন্তু মানুষ তাদের মৌলিক অধিকার পাচ্ছেন না। তিনি পার্বত্যাঞ্চলে বসবাসরত মানুষের বৃহত্তর স্বার্থে পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি করেন। আলোচনা সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শহিদুল সারোয়ার প্রমুখ। এর আগে দিবসটি উপলক্ষে রাঙামাটি মানবাধিকার কমিশন আঞ্চলিক শাখার উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় থেকে র‍্যালি বের করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর