সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আজ মাঠে নামছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ থেকে মাঠে নামছে বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ভোটের পরের দিন পর্যন্ত তারা মাঠে থাকবে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা কাল মাঠে নামবে।

রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানান, নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে বিজিবির ২২ প্লাটুন সদস্য আজ মাঠে নামছে। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। পাঁচ দিন তারা মাঠে থাকবে। ইসি জানিয়েছে, এ নির্বাচনে মোট ২২ প্লাটুন বিজিবি সদস্য মাঠে নামবে। এর মধ্যে ১০ প্লাটুন থাকবে সিদ্ধিরগঞ্জে। দুটি প্রতিষ্ঠানে তারা অবস্থান করে টহল দেবে। এ ছাড়া শহর এলাকায় ৭ প্লাটুন ও বন্দর এলাকায় ৫ প্লাটুন বিজিবি থাকবে। ভোটগ্রহণের পরদিন শুক্রবার পর্যন্ত তারা নির্বাচনী এলাকায় অবস্থান করবে। এ ছাড়া মঙ্গলবার র‌্যাবের ২৭টি মোবাইল টিম মাঠে নামবে। প্রতিটি টিমে ১২ জন করে সদস্য থাকবেন। এদিকে এ সিটির ১৭৪ ভোটকেন্দ্রের মধ্যে ১৩৭টিতে ঝুঁকিপূর্ণ মনে করে বিশেষ নজরদারির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে এই সিটির সদর, শহর ও সিদ্ধিরগঞ্জে মোট ১৭৪টি ভোট কেন্দ্র রয়েছে। তিনটি এলাকার মধ্যে সিদ্ধিরগঞ্জের সবকটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। বাকি কেন্দ্রগুলো বন্দর ও শহর এলাকায় অবস্থিত। বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ ওই সব কেন্দ্রে বিশৃঙ্খলার সম্ভাবনা রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর