বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আজিমপুরে শায়িত হলেন কারি ওবায়দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি, প্রখ্যাত আলেম মাওলানা মুহাম্মদ ওবায়দুল্লাহকে গতকাল বিকালে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বাদ জোহর চকবাজার শাহী জামে মসজিদ চত্বরে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামারা অংশ নেন। ওবায়দুল্লাহর ইহলোক ত্যাগে আলেম সমাজ একজন অভিভাবককে হারাল। মঙ্গলবার সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, ছয় মেয়েসহ দেশ-বিদেশে অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন কারি ওবায়দুল্লাহ। ১৯৬২ থেকে শুরু করে ২০০৬ সাল পর্যন্ত চকবাজার শাহী মসজিদের খতিবের দায়িত্বে ছিলেন তিনি। কারি ওবায়দুল্লাহ দীর্ঘ এক যুগ ধরে প্যারালাইসিসে ভুগছিলেন।

সর্বশেষ খবর