শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাজধানীতে চার ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কালশী থেকে প্রাইভেট কার/মাইক্রোবাসে যাত্রীবেশী ডাকাত চক্রের চার সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১। তারা হলেন নাদিম মিয়া, ইকবাল হোসেন, সোহেল ও বাবু। র‌্যাব জানায়, তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এরা সবাই সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য।

ঘটনার ব্যাপারে র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, বুধবার রাতে কালশী রোডে ডাকাতির জন্য পাঁচ-ছয় ডাকাত একত্রিত হন। বিষয়টি র‌্যাব জানতে পেরে সেখানে যায়। ডাকাত দল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে ধরে ফেলা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গুলিস্তান শপিং কমপ্লেক্স থেকে বাবুকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে খিলক্ষেত, এয়ারপোর্ট, কুড়িল-বিশ্বরোড ও ৩০০ ফুট রাস্তার আশপাশে ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন। এরা যাত্রীদের জিম্মি করে এটিএম কার্ড নিয়ে বুথ থেকে টাকা উত্তোলন করা ছাড়াও কোনো কোনো যাত্রীর চেকবই থাকলে তা স্বাক্ষর নিয়েও নগদ টাকা উত্তোলন করতেন। এ ছাড়া যাত্রীর মোবাইল ফোন ব্যবহার করে তাদের পরিবারকে বিকাশের মাধ্যমে টাকা দিতে বাধ্য করতেন। যাত্রীরা টাকাপয়সা, মোবাইল ফোন ইত্যাদি দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হতো। ডাকাতি বা ছিনতাইকৃত মালামাল এরা ঢাকার বিভিন্ন মার্কেটে স্বল্প মূল্যে বিক্রি করে দিতেন।

সর্বশেষ খবর