সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ছড়া-খাল রক্ষায় বড় প্রকল্প

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট মহানগরীর ছড়া ও খাল রক্ষায় বৃহৎ একটি প্রকল্পের অনুমোদন মিলেছে। বৃহস্পতিবার একনেকের সভায় প্রায় ২৩৬ কোটি টাকার ওই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ছড়া ও খাল রক্ষায় এই প্রথমবারের মতো এতো বড় প্রকল্পের অনুমোদন পেল সিলেট সিটি করপোরেশন (সিসিক)। সিসিক সূত্র জানায়, প্রকল্পের ২০০ কোটি ৯৪ লাখ টাকা দেবে সরকার। বাকি টাকা নিজস্ব তহবিল থেকে ব্যয় করবে সিসিক। এ প্রকল্পের আওতায় সিলেটের ১৩টি ছড়া ও খাল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ২০১৭ সালের জানুয়ারিতে প্রকল্পের মেয়াদ শুরু হবে। শেষ করতে হবে ২০১৮ সালের মধ্যে। সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নবরূপ পাবে সিলেটের ছড়া ও খাল।

সর্বশেষ খবর