সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

উত্তর চব্বিশ পরগনায় বইমেলা উদ্বোধন

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ভারতের পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনায় বইমেলা উদ্বোধন করেছেন। এ সময় তিনি বলেন, সমাজ এবং সভ্যতাকে এগিয়ে নিতে বইয়ের বিকল্প নেই। একজন মানুষের হাতে যখন বই তুলে দেওয়া হবে তখন তার ভিতরটা বদলে যাবে, তার চেতনা বদলে যাবে। তখন তার পক্ষে খারাপ কাজ করা সম্ভব হবে না। তিনি গতকাল সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসতের খিলকাপুর বইমেলার উদ্বোধন করেন। এ সময় তিনি আরও বলেন, বই মানুষকে সঠিক পথে চালিত করে। আমরা যখন একাত্তরের মুক্তিযুদ্ধ করেছি তখন আমাদের সামনে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দের কবিতা ছিল। সেগুলো আমাদের পথ দেখিয়েছে। তাই সাহিত্যের বিকল্প নেই। দেশ, রাষ্ট্র, মানুষকে এগিয়ে নিতে হলে সাহিত্য ছাড়া কোনো উপায় নেই।

সর্বশেষ খবর