শিরোনাম
সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ফেরিঘাট বন্ধ ১০ ঘণ্টা

দৌলতদিয়া-পাটুরিয়ার দুই পাড়ে দীর্ঘ জট, দুর্ভোগ চরমে

রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গতকাল ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এর ফলে দৌলতদিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় আটকা পড়ে কয়েকশ যানবাহন।  বিআইডব্লিউটিসি সূত্র জানায়, শনিবার রাত পৌনে ১২টার দিকে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এ সময় মাঝ নদীতে আটকা পড়ে ৮টি ফেরি। গতকাল সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। এদিকে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে জিরো পয়েন্ট থেকে ক্যানেল ঘাট পর্যন্ত চার কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এদিকে কাওড়াকান্দি ঘাট থেকে পাওয়া খবর অনুযায়ী, ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-পথেও ফেরি চলাচল সাড়ে তিন ঘণ্টা বন্ধ ছিল। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, এ স্থানে সকাল সাড়ে ৮টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। পদ্মায় কুয়াশা বেড়ে যাওয়ায় শনিবার ভোর ৫টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ থাকে। ফলে প্রায় ৮০০ যাত্রী ও শতাধিক যান নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে সাতটি ফেরি। উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় ছিল আরও চার শতাধিক যান। কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল শুরু হলে আটকা পড়া ফেরিগুলো গন্তব্যে ছেড়ে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর