শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আসামে বাংলাদেশি খুনের আসামি গ্রেফতার

কলকাতা প্রতিনিধি

খুন করে অবৈধভাবে ভারতে পালিয়ে থাকার অভিযোগে আসামের এক বাড়ি থেকে পুলিশ সোহেল আহমেদ ওরফে ওমর নাসির ওরফে সাজু নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে তাকে তার বন্ধু আসামের কাছর জেলার মকবুল আলম মজুমদার ওরফে রুপমের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, সোহেল বাংলাদেশে তিনটি খুনের ঘটনায় অভিযুক্ত ও মোসটওয়ান্টেড আসামি। আসাম পুলিশের ডিজি মুকেশ সাহা বলেন, ‘সেদেশে তিনটি খুনের ঘটনায় সে জড়িত ছিল বলে স্বীকার করেছে।’ তিনি আরও জানান, বাংলাদেশের নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার অনন্তপুরের বাসিন্দা সোহেল সেখানে খুন করেই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। আসামের কাছর জেলার বাসিন্দা মকবুল আলম মজুমদার ওরফে রুপমের বাড়িতে সে আশ্রয় নেয়।  জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, খুন করেই সে ত্রিপুরায় আত্মগোপন করে এবং রাজমিস্ত্রী মকবুলের বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু এলাকায় অপরিচিত ব্যক্তির আনাগোনা দেখে স্থানীয়রা থানায় খবর দিলে তাকে পুলিশ গ্রেফতার করে।

এসে মকবুল এবং সোহেলকে  গ্রেফতার করে।

সর্বশেষ খবর