শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সরকারি তহবিল থেকে শতভাগ বেতন-ভাতা দাবি ইউপি সচিবদের

নিজস্ব প্রতিবেদক

সরকারি তহবিল থেকে শতভাগ বেতন-ভাতা ও চাকরি জাতীয়করণ চান বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সচিবরা। একই সঙ্গে বেতন চতুর্দশ গ্রেড থেকে বাড়িয়ে দশম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়েছেন তারা। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক মো. এমদাদ হোসেন বলেন, সারা দেশে সচিবরা ৭৫ ভাগ বেতন সরকারি তহবিল থেকে পায় আর বাকি ২৫ ভাগ বেতন ইউপির নিজস্ব তহবিল থেকে দেওয়া হয়। অনেক ইউপিতে নিজস্ব তহবিলে যথেষ্ট পরিমাণ টাকা না থাকায় ২৫ ভাগ বেতন নিতে পারেন না সচিবরা। ফলে সরকারি চাকরি করা সত্ত্বেও বেতন থেকে বঞ্চিত হতে হচ্ছে আমাদের। তাদের দাবি, ইউপি থেকে আদায় করা সব রাজস্ব সরকারি কোষাগারে জমা হোক এবং সরকারি তহবিল থেকে তাদের বেতন হোক।

এমদাদ হোসেন বলেন, ২০১২ সালে স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন সচিবদের শতভাগ  বেতন সরকারি তহবিল থেকে দেওয়া হবে। কিন্তু আজও  তা দেওয়া হচ্ছে না। ইউপি সচিবদের এই চাকরি তৃতীয় শ্রেণির পদমর্যাদার এবং বেতন স্কেল ছিল ৫ হাজার ২০০ টাকা। নতুন বেতন কাঠামোতে বেতন স্কেল ১০ হাজর ৫০০ টাকা হয়েছে। সারা দেশে ইউনিয়ন পরিষদগুলোতে ৪ হাজার ৫৭৩ জন সচিব রয়েছে। তাদের বেতন চতুর্দশ গ্রেডে। দশম গ্রেড দিতেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয় সংবাদ সম্মেলনে।

সর্বশেষ খবর