সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাজধানীতে গৃহবধূর লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে তাসলিমা বেগম (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে পল্লবীর বাকের গলির একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, পারিবারিক কলহের জের ধরে তাসলিমার স্বামী নুরুল ইসলাম তাকে হত্যা করতে পারেন।

গৃহবধূর ভাই হাবিব জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদরের পানাম এলাকায়। প্রায় ১৬ বছর আগে নুরুলের সঙ্গে তাসলিমার বিয়ে হয়। ওই দম্পতির তিন সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে তারা পল্লবীর ওই বাসায় ভাড়া থাকতেন। তাদের তিন সন্তানই গ্রামের বাড়িতে নানীর কাছে থাকত। গতকাল সকালে ওই বাসার অন্য লোকজন তাকে ফোনে বলে তাসলিমাকে শ্বাসরোধ করে হত্যার পর তার স্বামী পালিয়েছে। হত্যার কারণ সম্পর্কে তিনি বলেন, সংসারের ছোটখাটো বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হতো।

পল্লবী থানার ওসি দাদন ফকির বলেন, তাসলিমা একটি গার্মেন্টে চাকরি করতেন এবং তার স্বামী নুরুল রিকশা চালান।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর