মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশে রাজনীতির পচন শুরু হয়

—রেহমান সোবহান

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেছেন, সাধারণ মানুষের অদম্য স্পৃহার কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার উদ্যোগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগে কেউ নেননি। বঙ্গবন্ধুর হত্যার পর বাংলাদেশে রাজনীতির পচন শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথম জ্ঞানতাপস আবদুর রাজ্জাক গুণীজন বক্তৃতামালায় গতকাল তিনি এ কথা বলেন। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এই বক্তৃতা অনুষ্ঠিত হয়। আবদুর রাজ্জাক ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বক্তৃতামালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, আবদুর রাজ্জাক ফাউন্ডেশনের ট্রাস্টি সদস্য আবুল খায়ের প্রমুখ।

সর্বশেষ খবর