শিরোনাম
মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধের বিচার

নেত্রকোনার চারজনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে  নেত্রকোনার চারজনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গতকাল এই প্রতিবেদন প্রকাশ করা হয়। তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান সংবাদ সম্মেলনে জানান, শিগগিরই এ প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে দাখিল করা হবে। অভিযুক্ত চারজন হলেন— মো. খলিলুর রহমান, মো. আজিজুর রহমান, আশক আলী ও মো. শাহনেওয়াজ। আসামিদের বিরুদ্ধে নেত্রকোনার দুর্গাপুর ও কলমকান্দা থানার বিভিন্ন এলাকায় অবৈধ আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার মতো মানবতাবিরোধী পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আসামিদের সবাই জামায়াতের সমর্থক।

 একাত্তরে তারা রাজাকার বাহিনীর সদস্য ছিলেন বলে জানা গেছে। চার আসামির মধ্যে তিনজন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। পলাতক রয়েছেন আসামি খলিলুর রহমান। গ্রেফতার আজিজুর রহমান ও পলাতক খলিলুর রহমান সম্পর্কে ভাই। আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ৩০ এপ্রিল তদন্ত শুরু হয়। মামলাটি তদন্ত করেন তদন্ত সংস্থার সদস্য মো. বদরুল আলম।

সর্বশেষ খবর