সোমবার, ২৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

গণহত্যা দিবসে স্কুলে বনভোজন নাচ-গান

ঝালকাঠি প্রতিনিধি

জাতীয় গণহত্যা দিবসের অনুষ্ঠান না করে একটি বিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসনের কর্তাব্যক্তি ও জনপ্রতিনিধির উপস্থিতিতে বার্ষিক বনভোজন, নাচ-গান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠান সম্পন্ন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নলছিটি উপজেলার খাগড়াখানা মডেল হাইস্কুল কর্তৃপক্ষ ২৫ মার্চ (শনিবার) ওই অনুষ্ঠানের আয়োজন করে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে  জানা গেছে, গণহত্যা দিবসে খাগড়াখানা মডেল হাইস্কুল মাঠে প্যান্ডেল করে বিদ্যালয় কর্তৃপক্ষ বার্ষিক বনভোজন উপলক্ষে আনন্দ আয়োজন, নাচ-গান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান মাহমুদ ও নাচনমহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জাতীয় গণহত্যা দিবসের অনুষ্ঠান না করে আনন্দ উৎসব, নাচ-গান ও লটারির ড্র অনুষ্ঠান আয়োজনের ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বিষয়টি স্থানীয় সংবাদকর্মীদের অবহিত করেন।

এ ব্যাপারে খাগড়াখানা মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন সাংবাদিকদের জানান, সকালে জাতীয় গণহত্যা দিবসের অনুষ্ঠানের পর বিকালে বিদ্যালয়ের বার্ষিক বনভোজন অনুষ্ঠান করা হয়। তিনি নাচ-গান ও র‌্যাফেল ড্রর কথা অস্বীকার করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাছুম বিল্লাহ বার্ষিক বনভোজন অনুষ্ঠানের কথা সম্পূর্ণ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ে জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়েছে, ওই অনুষ্ঠানে ওসি ও ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, একটি মহল মিথ্যা প্রচারণা চালাচ্ছে।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল ইসলামকে বিষয়টি অবহিত করলে তিনি বলেন, জাতীয় গণহত্যা দিবসে বনভোজন, নাচ-গান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠান করা উচিত হয়নি। ভবিষ্যতে যাতে এভাবে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হবে। তিনি আরও বলেন, ওই বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জবাব চাওয়া হবে।

সর্বশেষ খবর