শিরোনাম
রবিবার, ২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
সংবিধান সংশোধনের পক্ষে ভোট

প্যারাগুয়ের পার্লামেন্টে জনতার আগুন, নিহত ১

প্রতিদিন ডেস্ক

প্যারাগুয়ের বর্তমান প্রেসিডেন্ট হোরাসিও কার্তেজের পুনর্নির্বাচনের সুযোগ দিতে সংবিধান সংশোধনের বিষয়ে গোপন ভোট নেওয়ার ঘটনায় দেশটির পার্লামেন্টে আগুন দিয়েছে বিরোধীরা। ভোটাভুটির জেরে দেশটির রাজধানী আসুনসিওনসহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভে রাজধানীতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের ছোড়া রাবার বুলেটে তার মৃত্যু হয় বলে বিক্ষোভকারীদের দাবি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।  টুইটারে দেওয়া এক বিবৃতিতে দেশটির জনগণকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট। ১৯৯২ সালে প্রণীত প্যারাগুয়ের সংবিধান অনুযায়ী, দেশটির কোনো প্রেসিডেন্ট কেবল এক মেয়াদে পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকতে পারেন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট কার্তেজ সংবিধানে সংশোধনী এনে পুনরায় প্রার্থী হওয়ার চেষ্টা চালাচ্ছেন। এ লক্ষ্যে স্থানীয় সময় শুক্রবার পার্লামেন্টে ভোটাভুটি হয়। এতে সংবিধান সংশোধনীর পক্ষে ভোট পড়ে। পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে তা অনুমোদন পেলে বর্তমান প্রেসিডেন্ট ফের প্রার্থী হতে পারবেন। ২০১৮ সালে তার বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা। তাই এর আগেই নিজের পুনর্নির্বাচনের রাস্তা পরিষ্কার করতে চাচ্ছেন তিনি।

পার্লামেন্টে সংশোধনী অনুমোদনের পরপরই শুক্রবার রাতে রাজধানী আসুনসিওনে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে শত শত বিক্ষোভকারী।  এক পর্যায়ে কংগ্রেস ভবনে ঢুকে পড়ে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে  দেয় তারা। যেসব আইনপ্রণেতা সংবিধান সংশোধনী সমর্থন করেছেন, বেছে বেছে কেবল তাদের কার্যালয়েই ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে এএফপি জানায়। পরে গভীর রাতে বিক্ষোভকারীরা কংগ্রেস ভবন ছেড়ে চলে গেলে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এদিকে, জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে টুইট করেছেন প্রেসিডেন্ট কার্তেজ। টুইটে তিনি লিখেন, ‘সহিংসতা দিয়ে গণতন্ত্রকে জয় বা এর সুরক্ষা দেওয়া যায় না। বর্তমান সরকার দেশে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।’ বিবিসি।

সর্বশেষ খবর